আন্তর্জাতিক ডেস্ক:
ওয়াগনার বিদ্রোহ নিয়ে চলমান উত্তেজনার সুযোগে রুশ সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী। জেলেনস্কি প্রশাসনের দাবি, সবদিকেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সেনাদের। পাল্টা হামলায় পুনরুদ্ধার করছে একের পর এক এলাকা। যদিও রণক্ষেত্রে অবস্থান দুর্বল হয়ে পড়ার কথা অস্বীকার করছে মস্কো। খবর বিবিসির।
সম্প্রতি ওয়াগনার গ্রুপের বিদ্রোহের জেরে মস্কোর অস্থিতিশীলতার সুযোগ কাজে লাগাচ্ছে ফ্রন্টলাইনের ইউক্রেনীয় সেনারা। গত কয়েক দিন ধরে, ফ্রন্টলাইনে হামলার যেসব ভিডিও ইউক্রেনীয় বাহিনী প্রকাশ করছে সেগুলো দেখলেই বোঝা যায়, রুশ ফ্রন্টলাইন কুপোকাতে সর্বশক্তি নিয়োগে কোনো কার্পণ্য নেই তাদের। জেলেনস্কি প্রশাসনের দাবি, সবদিকে এগিয়েছে কিয়েভ সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, দোনেৎস্ক ও জাপোরিঝিয়াসহ সব দিক থেকে অগ্রসর হচ্ছে আমাদের সেনারা। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এমন দিন আরও দেখতে চাই। বেশ কিছু এলাকা পরিদর্শন করেছি। রণক্ষেত্রে সেনারা অসাধারণ কৃতিত্ব দেখাচ্ছে। ইউক্রেনের মাটিতে রাশিয়ার একটাই পরিণতি প্রাপ্য- আর তা হলো পরাজয়।
গত কয়েকদিনে ইউক্রেনের পূর্বাঞ্চলের অন্তত নয়টি গ্রাম এবং ক্রাইমিয়ার একটি এলাকা পুনরুদ্ধারের দাবি করছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, শত্রুপক্ষ হামলা অব্যাহত রাখলেও তাদের অগ্রগতির গতি কমে গেছে।
অবশ্য, ফ্রন্টলাইনে সেনাদের অবস্থান দুর্বল হয়ে পড়ার দাবি অস্বীকার করছে মস্কো। ওয়াগনার বিদ্রোহের পর থেকেই মস্কো বলছে, ইউক্রেনের রণক্ষেত্রে বিদ্রোহের বিন্দুমাত্র প্রভাবও পড়বে না।
