আন্তর্জাতিক ডেস্ক :
প্রবাসীদের দেশীয় খাবারের স্বাদ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘ইয়াসিন বিরিয়ানী হাউজ’ নামে বাংলাদেশি মালিকানাধীন নতুন একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বাংলাদেশিদের প্রাণকেন্দ্র বাথা বাংলাদেশি বাজার সংলগ্ন রোসাইস মার্কেটে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হারুন ইয়াসিন বলেন, ২৫ বছর আগে প্রবাসে এসে সততা ও শ্রমের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠান করেছি। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি অনেক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। প্রবাসে ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতার জন্য আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
তিনি বলেন, এ প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনের সঙ্গে সঙ্গে ভালো মানের নাস্তা, বিভিন্ন কোম্পানির জন্য পার্সেলের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশি ছাড়াও এখানে আরবীয়, ইন্ডিয়ান ও পাকিস্তানিদের জন্য খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিষ্ঠানে সব সময় শতভাগ পরিস্কার পরিচ্ছন্নতা দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে।
এ সময় ঢাকার বন্ধন ওভারসিজ লিমিটেডের পরিচালক মাসুদ রানা, ব্যবসায়ী আবুল বাশার, বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, সাংবাদিক ফকির আল আমিন, সাংবাদিক আরেফিন, ঢাকা মেডিকেল গ্রুপের পরিচালক জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
