হোম খেলাধুলা রিভিউ না নিয়ে দারুণ সুযোগ হাতছাড়া বাংলাদেশের

খেলাধূলা ডেস্ক :

ডারবান টেস্টের হতাশা ভুলে হেড কোচ রাসেল ডমিঙ্গোর শহর পোর্ট এলিজাবেথে প্রতিশোধের স্বপ্ন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। আলো-আঁধারির সকালে টেস্টের প্রথম দিনে শুরুতেই লাগাম টানার সুযোগ ছিল। কিন্তু রিভিউ না নিয়ে নিশ্চিত আউটের সুযোগ হেলায় হারালেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

ঘটনাটি ঘটে ইনিংস শুরুর মাত্র তৃতীয় ওভারেই। খালেদ আহমেদের করা ওভারটির তৃতীয় বলে পুরোপুরি পরাস্ত হন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটার সারিল এরউই। জোরাল আবেদনের পরও আম্পায়ার সাড়া দেননি। সুযোগ ছিল রিভিউ নেওয়ার। কিন্তু রিভিউ না নিয়ে সুযোগ মিস করলেন মুমিনুল।

রিভিউ বাঁচাতে গিয়ে নিশ্চিত সুযোগ হারালেন। পরে রিপ্লেতে দেখা যায়, মুমিনুল রিভিউ নিলে আউট হয়ে এতক্ষণে সাজঘরে ফিরতে হতো দক্ষিণ আফ্রিকার এ উদ্বোধনী ব্যাটারকে।

দুপক্ষেরই তিনটি করে রিভিউ অক্ষত রয়েছে। এ মুহূর্তে ৬ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১৯ রান। উইকেট হারায়নি একটিও।

সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। আক্রমণে এক স্পিনার ও এক পেসার। এক প্রান্ত থেকে গতি বৈচিত্র্যে আক্রমণ শানাচ্ছেন খালেদ আহমেদ। অন্যপ্রান্তে স্পিন ভেলকিতে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার চেষ্টায় মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে যেখানে বাংলাদেশ দলের কোনো ফরম্যাটেই জেতার রেকর্ড ছিল না আগে, সেখানে ইতোমধ্যে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু যে ম্যাচ জিতেছে তা-ই নয়, একেবারে সিরিজটাই জিতে নিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়েই ডারবানে প্রথম টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু প্রথম চার দিন ভালোভাবে খেলেও পঞ্চম দিনে অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা।

এদিকে এই টেস্ট দিয়ে টানা এক বছর পর মাঠে ফিরছেন তামিম। যদিও আগের ম্যাচেই খেলার কথা ছিল তার। কিন্তু ম্যাচের দিন সকালে পেটে ব্যথা হওয়ায় খেলতে পারেননি। মুমিনুল বলেন, ‘তামিম ভাইয়ের কন্ডিশন আল্লাহর রহমতে ভালো আছে। আমরা পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী, ইনশাল্লাহ উনি খেলবেন।’

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ

ডিন এলগার, সারিল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইলে ভেরাইন্নে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সিমন হারমার, লিজাড উইলিয়ামস ও অলিভিয়ের।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন