শিক্ষা ডেস্ক :
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) ধানমন্ডির ৮ সড়কে ক্যাম্পাসের সামনে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। প্রায় চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
পরে অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে এসে দাবি মেনে নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। এরপর বিকেল ৪টার দিকে তারা রাস্তা ছাড়েন।
ধানমন্ডি শাখা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম অনুমোদিত শাখা। ১৯৯৫ সাল থেকে এই শাখাটি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এই শাখায় প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে সম্প্রতি লোকসানের কারণে কর্তৃপক্ষ প্রায় ২৭ বছরের পুরনো শাখার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বলে জানতে পারেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, ধানমন্ডিতে তাদের ক্যাম্পাস বন্ধ করে দেয়ার চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন। ওই শাখার সুনাম আছে এমন শিক্ষকদের অন্য শাখায় বদলি করে দেয়া হবে বলে তারা জেনেছেন। বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। তাই তারা প্রথমে স্কুলের সামনে মানববন্ধন ও পরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাস্তায় অবস্থান করেন।
এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার জানান, ধানমন্ডির ক্যাম্পাস সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। স্থায়ী ক্যাম্পাসের দাবির বিষয়ে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা রাস্তা ছেড়ে দেন।
