নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালীতে দীর্ঘদিন যাবত বেহাল দশায় পরিনত হয়েছে একটি জনবহুল রাস্তা। সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। খলিষখালী বাজার থেকে প্রাইমারী স্কুলে যেতে বাস্তব চিত্রে দেখা মিলবে রাস্তাটির।
এ জন্য স্থানীয়দের অভিযোগের তীর এবার জনপ্রতিনিধির দিকে। সোমবার(২১জুন) সরজমিনে গেলে, স্থানীয় বাসিন্দা স্বপন দাশ, শ্যামল দাশ, ইকবাল মোড়ল, মনিরুজ্জামান, কামাল সরদার সহ অনেকে জানান, আমরা দীর্ঘদিন যাবৎ যাবত এই রাস্তায় চলাচল করি। বর্ষার মৌসুম আসলে রাস্তাটি পুরোপুরি চলাচলে অনুপোযোগী হয়ে পড়ে। তখন রাস্তাটি দেখলে মনে হয় ধান ক্ষেতে পরিনত হয়েছে। এসময়ে কেউ অসুস্ত হয়ে পড়লে তাকে এই রাস্তায় দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হবেনা বলে জানান তারা ।
এছাড়া রাস্তায় প্রতিদিন চলাচল করতে গিয়ে দূর্ঘটনা সহ মালামাল পরিবহনেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের । সোমনাথ কুন্ডু নামে এক ব্যাবসায়ী জানান, আমাকে ব্যাবসার খাতিরে ঐ রাস্তা দিয়ে প্রায় চলাচল করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হল দীর্ঘদিনযাবৎ আওয়ামীলীগ সরকার ক্ষমতার কিন্তু দেশের এত উন্নয়ন হলে খলিষখালীর এই রাস্তার কোন উন্নয়ন হয়নি। আমরা বার বার রাস্তার বিষয় নিয়ে জনপ্রতিনিধিদের বলেছি বিনিময়ে তারা শুধুই আশ্বাস দিয়েছেন।
খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু মুসা জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাকে চলাচল করতে হয়। সামান্য বৃষ্টিতে রাস্তাটির চলাচলের আর উপযোগী থাকেনা। বর্তমানে রাস্তার যে বেহাল দশা আমরা মানুষের দ্বারে গিয়ে নৌকার ভোট কি ভাবে চাইব সেটা ভাবছি ?।
বিষয়টি নিয়ে ৯নং ইউপি সদস্য উত্তম কুমার দের সাথে কথা বললে তিনি মুঠোফোনে কোন বক্তব্য দিতে রাজী হননি।পরবর্তীতে একাধিক বার ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেন নি।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, রাস্তায়টি বর্তমানে টেন্ডারে চলমান প্রক্রিয়ায় রয়েছে।অতি দ্রুত রাস্তাটি নির্মানের কাজ শুরু হবে। এছাড়া জনদূর্ভোগ কমাতে রাস্তায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুইএকদিনের মধ্যেই সংষ্কার করা হবে।