রাজনীতি ডেস্ক:
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী- রাষ্ট্রের শীর্ষ এই তিনটি পদেরই প্রস্তাবক ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে ভালো লাগার কথা জানালেন তিনি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন।
নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমি চিন্তা করে দেখলাম তিনটি প্রধান পদের প্রস্তাবক ছিলাম আমি। সেটা হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সবশেষে স্পিকার।
বিরোধী দলের ভূমিকা কী হবে, জানতে চাইলে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে সমালোচনা করার জন্য বলেছেন। তারা প্রয়োজনে সরকারের সমালোচনা করবেন। এখানে বিভ্রান্তির কিছু নেই।
বিরোধী দলের সংখ্যা একেবারেই নগণ্য প্রশ্নে তিনি বলেন, স্বাধীনতার পরে কয়জন ছিলেন, সুরঞ্জিত সেন গুপ্ত। ওই একজনই সংসদ মাতিয়ে তুলেছিলেন। বিরোধী দলের কথা বলার অধিকার আছে। তারা যেটা ইচ্ছা পোষণ করবেন, সেটা বলবেন। সেটা নিয়ে আমার মন্তব্য করার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, বিরোধী দল মানে বিরোধী দল, তারা সমালোচনা করতে পারবেন।