জাতীয় ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা ব্যানারে একাধিক প্লাটফর্ম বঙ্গভবনের সামনে কর্মসূচি পালন করছে। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বঙ্গভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীরা বলেন, রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে ষড়যন্ত্র করছে। তিনি শেখ হাসিনার পদত্যাগ পত্র নাকি খুজেন পান না। যিনি একটি পদত্যাগপত্র সংরক্ষণ করতে পারেন না তিনি দেশকে সংরক্ষণ করতে পারবেন না। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। আমরা জানি কীভাবে দাবি আদায় করতে হয়। প্রয়োজন হলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ১২ ঘণ্টাতে নিয়ে আসবো।
বাহার উদ্দিন নামে একজন আন্দোলনকারী বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। তিনি একজন মিথ্যাবাদী। স্বৈরাচার শেখ হাসিনার দোসর। কোনও স্বৈরাচারের দোসর এই পদে থাকুক তা আমরা চাই না।
এদিকে, ইনকিলাব মঞ্চ নামের ব্যানারে আন্দোলনে আসা আরেকটি পক্ষ দ্রুত রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানান।