হোম আন্তর্জাতিক রাশিয়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক

রাশিয়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন ও কামাজ ট্রাকের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।

সোমবার (২৯ জুলাই) রুশ সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটিতে ৮০০ যাত্রী ছিলেন। কামাজ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়ে যায়। রেল লাইনের পাশে বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা গেছে।

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটি তাতারস্তানের কাজান থেকে কৃষ্ণ সাগরের অ্যাডলারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মস্কো থেকে প্রায় ১২০০ কিলোমিটার (৭৫০ মাইল) দক্ষিণে কোটেলনিকোভো স্টেশনের কাছে দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চলে লাইনচ্যুত হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্যারামেডিকরা ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার অভিযানে মন্ত্রণালয়ের ৩২৪ জন কর্মী অংশ নিয়েছেন। হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

ম্যাশ টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, প্রায় শতাধিক মানুষ আহত হতে পারেন।

টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে অন্তত চারটি বগি লাইনচ্যুত অবস্থায় দেখা গেছে। এছাড়াও দুমড়ে মুচড়ে যাওয়া বগিও দেখা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন