হোম আন্তর্জাতিক রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের কোনো বিকল্প নেই: কাতার

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে কাতার। তাই দেশটি ইউক্রেন সংকটে কোনো পক্ষ নিতে অস্বীকার করেছে।

সিএনএনের বরাতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সিএনএনকে দেওয়া একটি সাক্ষাতকারে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি বলেন, ইউরোপের বাজারে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের কোনো ব্যবহারিক বিকল্প বের করা সম্ভব নয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এনার্জি প্রেসিডেন্ট ও সিইও সাদ আল-কাবি বলেন, ‘বিশ্ব বাজারে মোট সরবরাহ করা গ্যাসের ৩০ থেকে ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মোট গ্যাস আমদানির ৪০ শতাংশের বেশিই আসে রাশিয়া থেকে। তবে ইউক্রেন সংঘাতের পর মস্কোর ওপর বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। সেই সঙ্গে এ বছর রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে ইইউ।

তবে জ্বালানিকে রাজনীতির বাইরে রাখার ওপর জোর দিয়ে আল-কাবি বলেছেন, কাতার রাশিয়ার তেল ও গ্যাস খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না।

একই সঙ্গে তিনি বলেন, ইউক্রেন সংকটে কাতার কোনো পক্ষ নেবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন