আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করলে নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে সাক্ষাতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জার্মানি ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, রাশিয়ার ট্যাঙ্ক বা সৈন্য ইউক্রেন সীমান্ত অতিক্রম করলেই এটি আগ্রাসন হিসেবে ধরে নিয়ে তা করা হবে। এমনটা ঘটলে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে তা (পাইপলাইন) ধ্বংস করে ফেলা হবে।
অপরদিকে রেডিও তেহরানের এক প্রতিবেদনে বলা হয়, নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানি হয়ে ইউরোপীয় দেশগুলোতে রফতানি হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি যাতে বাস্তবায়িত না হয় সে জন্য আমেরিকা বহুদিন ধরে চেষ্টা করে আসলেও জার্মানির বিরোধিতার কারণে এতদিন তা সম্ভব হয়নি। এবার ইউক্রেন ইস্যুতে এটি বানচাল করার জন্য একটি মোক্ষম অজুহাত পেয়েছে ওয়াশিংটন।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ‘অত্যাসন্ন’ হয়ে পড়েছে বলে যখন পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে তখন সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় না বলে দাবি করলেও সে প্রতিশ্রুতিতে ভরসা করতে চায় না আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো।