হোম অর্থ ও বাণিজ্য রাশিয়ার তেল রফতানি নিষেধাজ্ঞায় সায় নেই ইউরোপের

বাণিজ্য ডেস্ক :

রাশিয়ার তেল রফতানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ইউরোপীয় মিত্রদের সায় না থাকায় তেলের দাম মঙ্গলবার (৮ মার্চ) কিছুটা কমেছে। আগের দিনের থেকে প্রায় ১০ শতাংশ কমে এসেছে তেলের দাম। তবে তেলের দামের অস্বাভাবিক ওঠানামার নেতিবাচক প্রভাব পড়ছে তেল আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোর পুঁজিবাজারে।

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির পর সোমবার (৭ মার্চ) হঠাৎ করেই বেড়ে যায় তেলের দাম। তবে জার্মানিসহ অন্যান্য ইউরোপীয় মিত্ররা এতে সায় না দেওয়ায় কিছুটা কমে যায় দাম। শেষ খবর পাওয়া পর্যন্ত অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টক্রুড ফিউচার বর্তমানে অবস্থান করছে প্রতি ব্যারেল ১২০ ডলারে।

সোমবার তেলের দাম এক লাফে ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১৩৯ ডলারে উঠে যায়। রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউরোপ। ইউরোপের গ্যাসের ৪০ শতাংশ এবং তেলের ২০ শতাংশ চাহিদা মেটায় রাশিয়া।

এদিকে তেলের বাজার নিজেদের নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন ওপেকের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ বারকিন্ডো। রাশিয়ার দৈনিক ৭ মিলিয়ন ব্যারেল তেলের কোনো বিকল্প আপাতত তাদের হাতে নেই বলে জানান তিনি।

রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ও বৃহত্তম গ্যাস রফতানিকারক দেশ। দেশটি বিশ্ববাজারে প্রতিদিন ৭০ লাখ ব্যারেল পরিশোধিত ও অপরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করে থাকে। যা বিশ্বের মোট সরবরাহের ৭ শতাংশ।

অপরদিকে তেলের বাজারের অস্থিরতার প্রভাব পড়ছে বিশ্বের পুঁজিবাজারে। মঙ্গলবার (৮ মার্চ) গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে জাপানের নিক্কি ইনডেক্স। পাশাপাশি আগের দিনের থেকে দশমিক ৬৮ শতাংশ কমে ২ হাজার ৬৩৩ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কসপি। এছাড়া সাংহাইয়ের কমপোজিট ইনডেস্ক আগের দিনের থেকে দশমিক ৩১ শতাংশ হ্রাস পেয়ে অবস্থান করছে ৩ হাজার ৩৭২ পয়েন্টে।

এদিকে রাশিয়ার সামরিক অভিযানে বিপর্যস্ত ইউক্রেনের জন্য ৭২ কোটি ৩০ লাখ ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক জানিয়েছে, এ তহবিল ইউক্রেনের স্বাস্থ্যসেবা কর্মী, বয়স্কদের পেনশন এবং অন্যান্য জরুরি সামাজিক সেবা কার্যক্রমে ব্যয় করা হবে। এর আগে ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল আইএমএফ ও বিশ্বব্যাংক।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন