হোম আন্তর্জাতিক রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রকে চাপ দিতে বলছে ইউরোপ: কূটনীতিক

রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রকে চাপ দিতে বলছে ইউরোপ: কূটনীতিক

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ন্যাটোতে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি ম্যাথিউ হুইটেকার বলেছেন, রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখে ইউরোপ মস্কোর ওপর যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে বলছে, এটি হতে পারে না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কূটনীতিক বলেন, এই ধরণের সিদ্ধান্তে সকল মিত্রদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে একা সব সমস্যা সমাধানের জন্য বলতে পারে না।

গতকাল বুধবার একটি উচ্চপদস্থ ইউরোপীয় কূটনৈতিক সূত্র রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, ইউরোপ রাশিয়ান তেল কিনতে অস্বীকৃতি জানাবে, এমন পরিস্থিতি ‘অবাস্তব’।

এর আগে মস্কোর ওপর নিষেধাজ্ঞা ‘কঠোর’ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

কিন্তু ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন, ইইউ-এর নিজেদের উচিৎ রাশিয়ান তেল কেনা বন্ধ করা, রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর শুল্ক আরোপ এবং জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করা।

গত ১৩ সেপ্টেম্বর ট্রাম্প বলেছিলেন, সমস্ত ন্যাটো সদস্য একসঙ্গে কাজ করলে এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করলে তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।

তিনি উল্লেখ করেছিলেন, কিছু ন্যাটো মিত্র রাশিয়া থেকে ক্রমাগত জ্বালানি সম্পদ আমদানি করছে, যা জোটের দরকষাকষির অবস্থানকে দুর্বল করে দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন