হোম অন্যান্যসারাদেশ রামপাল হাসপাতালের সহকারী ব্রাদারের ‘রহস্যজনক’ মৃত্যু

অনলাইন ডেস্ক:

বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ব্রাদার মো. ইলিয়াস কবিরের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পরিবারের সদস্যরা আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়, মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে রামপাল থানা পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা বিষয়টি পরিবার ও পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

মৃত মো. ইলিয়াস কবির (৫০) কচুয়া উপজেলার বাধাল এলাকার মৃত ইমান উদ্দিন শেখের ছেলে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির সুবাদে রামপালের কামরাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে ঘর বানিয়ে স্ত্রী ঝর্না বেগম ও ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে দোলাকে নিয়ে বসবাস করতেন। ইলিয়াস বেশ কিছু দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি ঢাকায় চোখের অপারেশনও করিয়েছেন তিনি।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, সহকারী ব্রাদার ইলিয়াস কবিরের মরদেহ হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী ও স্থানীয় লোকজন। তারা প্রথমে স্বাভাবিক মৃত্যুর কথা বলে। পরে গলায় দাগ দেখে দায়িত্বরত চিকিৎসকের সন্দেহ হলে, জানতে চাইলে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের করার কথা স্বীকার করেন। পরে পুলিশকে বিষয় জানানো হলে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়াস কবির অসুস্থ থাকায় হাসপাতালে তাকে তেমন দায়িত্ব দেয়া হত বলেও জানান তিনি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, সহকারী ব্রাদার ইলিয়াসের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন