হোম খুলনাবাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বাগেরহাটের মোংলায় ভিড়েছে জাহাজ

বাগেরহাট প্রতিনিধি:

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর জিৎ নামক একটি বানিজ্যিক জাহাজ। শনিবার(২১ অক্টোবর) সকালে জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং সুত্রে জানাযায়, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৬ হাজার ৫১০ মেট্রিকটন কয়লা নিয়ে গত ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এর পর চট্রগ্রাম বন্দরে ২৩ হাজার ৪০০ মেট্রিক টন খালাস করে লাইটার যোগে আনা হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।

এরপর আজ সকালে জাহাজটি ৩৩ হাজার ১১০ মেট্রিকটন কয়লা নিয়ে ভিড়ে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায়। দুপুর থেকে শুরু হয়েছে জাহাজ থেকে লাইটারে কয়লা খালাস কাজ। এর পর নেওয়া হবে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন