হোম আন্তর্জাতিক রাম মন্দির ইস্যু: মোদিকে একহাত নিলেন রাহুল, তোপে অমিতাভ-ঐশ্বরিয়াও

রাম মন্দির ইস্যু: মোদিকে একহাত নিলেন রাহুল, তোপে অমিতাভ-ঐশ্বরিয়াও

কর্তৃক Editor
০ মন্তব্য 148 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে ভারতে ‘নতুন যুগের সূচনা’ হয়েছে, গেল ২২ জানুয়ারি অযোধ্যায় বলেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের সম্ভালে কলকি ধাম মন্দির করিডোরের শিলান্যাস অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে ফের রাম মন্দিরের মাহাত্ম্য বর্ণনা করেছেন তিনি।

তবে মোদির সেই ভাষণের কয়েক ঘণ্টার মাথায় পূর্ব উত্তর প্রদেশের প্রতাপগড়ের জনসভায় প্রধানমন্ত্রীর নাম না নিয়ে রাম মন্দির নিয়েই তাকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এসময় তিনি নাম নেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাইয়েরও। যদিও ওই অনুষ্ঠানে ঐশ্বরিয়া উপস্থিতি ছিলেন না বলে জানা গেছে।

এ নিয়ে আবার বিরোধীদের পাল্টা ট্রলের মুখে পড়েছেন রাহুল।

অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অমিতাভ বচ্চন, অনিল আম্বানি, মুকেশ অম্বানি ও গৌতম আদানিরা।

প্রতাপগড়ের সভায় রাহুল সেই ভিভিআইপি অতিথিদের নাম উল্লেখ করে বলেন, এমন সব মানুষদের মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে ডাকা হয়েছিল। অথচ আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি।

রাহুল গান্ধীর দাবি, দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাই তাকে ‘অবজ্ঞা’ করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে দ্রৌপদীর জাত-পরিচয়কে বারবার তুলে ধরেছিল বিজেপি। একই সঙ্গে দলটি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, সেই বার্তাও দেয় গেরুয়া শিবির। বিজেপির এই দাবির বিপরীতে রাহুল গান্ধী ভারতে তফসিলি, আদিবাসীদের ওপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছেন।

সেই সুরেই সোমবার তিনি প্রশ্ন তুলেছেন, কেন রাষ্ট্রপতিকে দিয়ে রাম মন্দিরের উদ্বোধন করানো হয়নি। কংগ্রেস নেতার অভিযোগ, দ্রৌপদী আদিবাসী বলেই, মন্দির উদ্বোধনে ডাক পাননি।

এদিকে, নরেন্দ্র মোদির জাত-পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল। মোদি কংগ্রেসের ‘কাস্ট সেন্সাস’ বা ‘জাত শুমারি’র দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, তার মতে দেশে চারটি জাত আছে যাদের জন্য তিনি কাজ করছেন। এই চার জাত হলো- নারী, যুবা, অন্নদাতা বা কৃষক এবং দরিদ্র মানুষ।

রাহুলের প্রশ্ন, প্রধানমন্ত্রী যদি জাত না-ই মানেন, তাহলে তিনি যে ওবিসি সম্প্রদায়ভুক্ত, এই দাবি কীভাবে করছে তার দল।

সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য ওয়াল

সম্পর্কিত পোস্ট

মতামত দিন