শিক্ষা ডেস্ক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদের পেছনের পুকুর থেকে একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টারশেলটি নিষ্ক্রিয় করেন।
এ সময় মর্টারশেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাবির কৃষি অনুষদের আশপাশ। শুক্রবার (৮ এপ্রিল) সকালে সেখানকার একটি পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ।
স্থানীয় এক যুবক জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে তিনি হাঁটতে বের হন। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পুকুরে হাত-মুখ ধুতে নামলে তিনি ইটের মতো কিছু একটা দেখতে পান। পরে এটি ওপরে তুলে দেখেন এটি মর্টারশেল। পলিথিনে পেঁচিয়ে চারুকলা অনুষদের ফ্লাইওভার সংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ইট মনে করে তুলে ফেলে দিচ্ছিলাম। পরে দেখি, বোমা। ভেতরে পানি নড়াচড়া করছিল, তা বোঝা যাচ্ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক। তিনি বলেন, এ ধরনের আরও মর্টারশেল বিশ্ববিদ্যালয়ের আর কোথাও আছে কিনা তা এক্সপার্ট টিমের মাধ্যমে জানার চেষ্টা করা হবে।
প্রক্টর বলেন, যেহেতু ক্যাম্পাসে মর্টারশেল পাওয়া যাচ্ছে। তাই এমন আরও আছে কিনা, তা খুঁজে দেখার চেষ্টা করবো।
পরে, দুপুরের দিকে মর্টারশেলটি নিষ্ক্রিয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্যদের বোম্ব ডিসপোজাল ইউনিট। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও এটি একাত্তরের সময় ব্যবহৃত বলে জানায় তারা।
গত বছরের ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল এবং এর তিনদিন পর ৩০ এপ্রিল আরও দুইটি মর্টারশেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়।
