আন্তর্জাতিক ডেস্ক :
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ তাঁর জীবদ্দশায় বিশ্বের শতাধিক দেশ সফর করেছেন। সব দেশের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন।
হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা মর্মাহত। রানির পরিবারের সদস্য ও যুক্তরাজ্যবাসীর সঙ্গে আমরা হৃদয় থেকে পাশে আছি।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রানির চেয়েও বেশি কিছু। তিনি একটি যুগের নির্ধারক।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ একজন অত্যন্ত সুন্দর এবং দারুণ নারী ছিলেন। আমি এবং মেলিনা তার বিদায়ে অত্যন্ত ব্যাথিত। আমার পরিবার ও সব মার্কিনি রাজপরিবারের প্রতি সহমর্মিতা জানাই।’
এ ছাড়াও রানির মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাজার মায়ের মৃত্যুতে শোক জানাচ্ছি। আমরা তার প্রতি আমাদের আনুগত্য ও ভক্তি জানাচ্ছি। রানির মৃত্যুর খবরে আমরা সবাই বিপর্যস্ত। এটি আমাদের দেশ ও বিশ্বের জন্য বড় ধরনের আঘাত।
বক্তব্যে লিজ ট্রাস রানি এলিজাবেথকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, একটি পাথর যার ওপর আধুনিক ব্রিটেন নির্মিত হয়েছে। তার জন্যই ব্রিটেন আজ মহান দেশ। রানি ছিলেন লিজ ট্রাসসহ অনেক ব্রিটিশ নাগরিকের অনুপ্রেরণা। তার নিষ্ঠা আমাদের সবার জন্য অনুকরনীয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিক মাধ্যমে লিখেছেন, তিনি ছিলেন মহান ও সুন্দর একজন নারী। তার মতো কেও ছিল না। তিনি ছিলেন আমার পছন্দের মানুষদের মধ্যে অন্যতম। তাকে মিস করব।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ছিলেন দয়ালু হৃদয়ের মানুষ এবং ফ্রান্সের ঘনিষ্ট বন্ধু।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজা তৃতীয় চার্লসের কাছে রানির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, অনেক দশক ধরে দ্বিতীয় এলিজাবেথ যথাযথভাবে তার প্রজাদের ভালোবাসা এবং সম্মানের পাশাপাশি বিশ্ব মঞ্চে কতৃত্ব বজায় রেখেছিলেন।
ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গ বলেছেন, ‘রানি এলিজাবেথের বিদায়ে আমি গভীরভাবে ব্যাথিত। ৭০ বছরের বেশি সময় ধরে তিনি নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে গেছেন। রাজপরিবারের সদস্যদের প্রতি আমার সহমর্মিতা।
নেদারল্যান্ডসের রাজা আলেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা এলিজাবেথের স্মরণে বলেছেন, তিনি ছিলেন নিজ সিদ্ধান্তে অবিচল ও জ্ঞানী একজন শাসক। তার প্রতি গভীর শ্রদ্ধা।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্য সফরকালে রানির সঙ্গে স্মরণীয় সাক্ষাতের স্মৃতিচারণা করে শোক জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
জানা যায়, রানি এলিজাবেথ তার গ্রীষ্মকালীন অবকাশের জন্য স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে অবস্থান করছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরেই জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন তিনি। তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।