হোম অন্যান্য রাত ৮টার মধ্যে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবিতে স্মারকলিপি

রাত ৮টার মধ্যে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবিতে স্মারকলিপি

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

অনলাইন ডেস্ক:
মুক্তিযোদ্ধা কোটাসহ সব ‘অযৌক্তিক’ কোটা বাতিল করে মেডিক্যাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল সোমবার (২০ জানুয়ারি) রাত ৮টার মধ্যে পুনঃপ্রকাশের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। আজ সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান ও বিক্ষোভ সমাবেশের পর একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টাকে স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে বলা হয়, রবিবার (১৯ জানুয়ারি) মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। আমরা লক্ষ্য করছি, যে কোটাপ্রথা বাতিলের জন্য সহস্র ছাত্র-জনতা শহীদ হলেন, সেই কোটাব্যবস্থার বিলোপ এখনও হয়নি। মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এবার মুক্তিযোদ্ধা কোটার জন্য সিট বরাদ্দ করা হয়েছে ২৬৯টি, যা গতবার ছিল ১০৮টি। যেখানে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কাট মার্ক ৭৩ দশমিক ৭৫, সেখানে ৪০ মার্ক পেয়ে কয়েকজন চান্স পেয়েছেন। উপযুক্ত মার্ক না পেয়েও অনেকেই মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় মেডিক্যাল কলেজে চান্স পান। আমরা এই বৈষম্য কোনোভাবেই মেনে নেবো না।’

আরও বলা হয়, আজ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মেডিক্যাল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, স্কুল-কলেজের শিক্ষার্থী, চিকিৎসক, কোটাপ্রথার কারণে অধিকার বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান কর্মসূচি পালন করেন।

রাত ৮টার মধ্যে ফল পুনঃপ্রকাশের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, আমাদের একদফা দাবি, আজ রাত ৮টার মধ্যে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে, মুক্তিযোদ্ধা কোটা পুনর্নিরীক্ষণ করে যারা বৈষম্যমূলক কোটাপ্রথার মাধ্যমে চান্স পেয়েছেন, তাদের বাদ দিয়ে নতুন করে ফল প্রকাশ করতে হবে।

গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে প্রকাশ করা হয় এমবিবিএস পরীক্ষার ফল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন