হোম আন্তর্জাতিক রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি নিয়ে কংগ্রেসে ‘বিরোধ’!

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে কংগ্রেস ও গান্ধী পরিবার। সোনিয়া গান্ধীসহ তার সন্তানরা আসামিদের ক্ষমা করলেও, আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দলটি। এদিকে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেয়ার পর কংগ্রেস দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনার পাশাপাশি কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়েছে দলটি।

কংগ্রেসের এক মুখপাত্রের দাবি, ২০০০ সালে সোনিয়া গান্ধী যে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, তা ছিল তার ব্যক্তিগত; যার সঙ্গে দলের অবস্থান এক নয়। রাজীব গান্ধী হত্যা কোনো আঞ্চলিক হত্যাকাণ্ড নয় বরং এটা জাতীয় সমস্যা উল্লেখ করে এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে দলটি।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ছেড়ে দেয়ার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। গণতন্ত্রের জন্য এ রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘদিন ধরেই সব আসামির মুক্তি দাবি করে আসছিলেন স্ট্যালিন।

১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে এক জনসভায় যোগ দিতে গিয়ে শ্রীলঙ্কার তামিল টাইগার্স এলটিটিইর এক সদস্য আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে মৃত্যু হয় রাজীব গান্ধীর। এ ঘটনায় আটক সাত জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে তাদের সবাইকে ক্ষমা করে যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানায় গান্ধী পরিবার।

অবশেষে ৩০ বছরের বেশি জেলে থাকার পর সবাইকে মুক্তি দেয়া হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন