ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে রাজাপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন সাংবাদিকরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবুল সহ স্থানীয় বিভন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ায় কর্মরত জেলা ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।