হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে যাত্রীবাহী মাহেন্দ্র খাদে পরে বৃদ্ধ নিহত-চালকসহ ৭জন আহত

রাজাপুরে যাত্রীবাহী মাহেন্দ্র খাদে পরে বৃদ্ধ নিহত-চালকসহ ৭জন আহত

কর্তৃক
০ মন্তব্য 157 ভিউজ
নিজস্ব প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি):
  ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে নিত্যানন্দ দত্ত (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় মাহেন্দ্র চালক সুজন চন্দ্র দত্তসহ অপর ৭জন যাত্রীর সকলেই আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার পিংড়ী মোবারক কাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিত্যানন্দ ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব ষাটপাকিয়া গ্রামের বাসিন্দা ও প্রয়াত গুরু চরণ দত্তের ছেলে। গাড়িচালক সুজন ও নিহত নিত্যানন্দ সম্পর্কে চাচা-ভাতিজা। নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের পূর্ব ষাটপাকিয়া এলাকার স্থানীয় ইউপি সদস্য শাহীন চৌধুরী  নিত্যানন্দের মৃত্যুসহ আহতদের বিষয়টি নিশ্চিত করেছে। ইউপি সদস্য শাহীন চৌধুরী  ও দুর্ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দা বিকাশ চন্দ্র হালদার জানায়, খুব ভোরে পূর্বষাইটপাকিয়া গ্রামের বাড়ী মাহেন্দ্র গাড়ীর চালক সুজন চন্দ্র তার পিতা অমল চন্দ্র দত্ত (৬৫), চাচা নিত্যানন্দ, তার স্ত্রী (৬০), পত্রবধূ (৩০), একই এলাকার করিম মিস্ত্রী ও তার স্ত্রীসহ ৮জনকে নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যাওয়ার পথে তার মাহেন্দ্র গাড়ীটি উত্তর বাঘরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এসময় গাড়িতে থাকা সকলেই আহত হলে তাৎক্ষনিক অন্য একটি গাড়িতে করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বৃদ্ধ নিত্যানন্দ দত্তকে মৃত ঘোষনা করে।। এছাড়া গাড়িচালকসহ আহত ৭ যাত্রীকে হাসপাতালে চিকিৎসাদেয়া হচ্ছে। এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়েছিলাম। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। দূর্ঘটনায় নিহত বৃদ্ধ জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্ধ বলে জানাগেছে। বিষয়টি নলছিটি পুলিশকে অবহিত করে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন