হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে মামলা তুলে নিতে বাদীর পরিবারকে খুন-জখমের হুমকি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে আগুন দিয়ে দোকার ঘর পোড়ানো মামলা তুলে নিতে বাদীর পরিবারকে খুন-জখমের হুমকির অভিযোগ উঠেছে। ৩মে সোমবার সকাল ১১ঘটিকায় ভুক্তভোগীর ভাই মো. জাকির হোসেন মিনু রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। জাকির হোসেন মিনু উপজেলার মনোহরপুর গ্রামের মৃত শাহাদাৎ হোসেন হাওলাদারের ছেলে।

মো. জাকির হোসেন মিনু সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানায়, দক্ষিন মনোহরপুর হাই স্কুল সংলগ্ন ব্রীজের উত্তর-পূর্ব পাশে তার বড় ভাই আফজাল হোসেনের একটি মুদি-মনোহারী দোকান ছিল। গত ২৭ এপ্রিল রাতের আধারে পূর্বশত্রুতার জেরে ঐ দোকানটি আাগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। ঐ ঘটনায় ২৯এপ্রিল অজ্ঞাতনামা সহ ৮জনের বিরুদ্ধে থানায় মামলা করেন দোকান মালিক আফজাল হোসেন।

জাকির হোসেন মিনু আরো জানায়, মামলা তুলে না নিলে তার একমাত্র ছেলে মো. আল-মামুন ওরফে সাদ্দামকে খুন-জখনসহ পরিবারের বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছেন স্থানীয় আবুল কালাম, আজাদ, ইসমাইল হাওলাদার, মানিক হাওলাদার, বাপ্পিসহ অজ্ঞাতরা।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানায়, গত বছর একই দিনে একই স্থানে আসামিরা দোকান মালিক আফজাল হোসেনের ছেলেকে কুপিয়ে ডান হাতের কব্জিসহ দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ছিল। এক বছরের মাথায় দোকানে আগুন দিয়ে তারা যেন সন্ত্রাসী কর্মকান্ডের বর্ষপুতি পালন করেছে। এমতাবস্থায় আইন শৃংঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা কামনা করছেন জাকির হোসেন মিনু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন