হোম অন্যান্যসারাদেশ রাজশাহীতে বিচ্ছেদ বেশি, সিলেটে সবচেয়ে কম

বিয়ে বিচ্ছেদের হার রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম সিলেটে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ ২০২১’ জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে।

রিপ বলছে, রাজশাহী ও খুলনা বিভাগে বিয়ে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। এ দুই বিভাগে বিচ্ছেদের হার শূন্য দশমিক শূন্য ৮। বিচ্ছেদের হার সর্বনিম্ন সিলেট বিভাগে। সেখানে এ হার শূন্য দশমিক শূন্য ১।
 
জরিপের তথ্যমতে, শহরের তুলনায় গ্রামে বিয়ে বিচ্ছেদের সংখ্যা বেশি। এছাড়া শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে বিয়ে বিচ্ছেদ বেশি হচ্ছে।
 
জরিপে সারাদেশের জনসংখ্যার গড়ে প্রতি এক হাজার জনসংখ্যার বিপরীতে তালাকের অনুপাত শূন্য দশমিক ৭৩ জন।
 
এরমধ্যে, রাজশাহীতে প্রতি হাজার জনসংখ্যার হিসাবে বিচ্ছেদ ঘটছে ১ দশমিক ৩৬ জনের। বিয়ে বিচ্ছেদে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। এ বিভাগে বিচ্ছেদের হার প্রতি হাজারে ১ দশমিক শূন্য ৮ জন। সবচেয়ে কম বিচ্ছেদ ঘটে সিলেট বিভাগে। সেখানে প্রতি হাজার জনসংখ্যার বিপরীতে বিচ্ছেদের হার শূন্য দশমিক ১৯ জন।
 
শহরে বিয়ে বিচ্ছেদের হার শূন্য দশমিক শূন্য ৫ ও পল্লি অঞ্চলে শূন্য দশমিক শূন্য ৬। 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন