জাতীয় ডেস্ক :
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পূর্ব আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ আগস্ট) দিবাগত রাতে নগরীর মুন্সিডাঙ্গার বাড়ির সামনে দুই ব্যক্তি তাকে হত্যাচেষ্টা চালান বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে রোববার (৭ আগস্ট) ভোরে দুজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- নগরীর উপশহর এলাকাযর বাসিন্দা ওয়াহিদ মুরাদ জামিল ওরফে লিংকন ও তার গাড়িচারক সজল আলী।
ভুক্তভোগী কালু রাজশাহীর সিটিহাট পশুহাটের অন্যতম ইজারাদার।
পুলিশ জানায়, রাতে ওয়াহিদ ও সজল আলী আওয়ামী লীগ নেতা কালুর বাসার সামনে যান। এ সময় ওয়াহিদ কালুর বাড়ি লক্ষ্য করে প্রথমেই এক রাউন্ড গুলি চালান। তারপর গলির দিকে আরেক রাউন্ড গুলি করেন। শব্দ শুনে তিনতলা থেকে কালু নেমে এলে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করা হয়। তবে লোহার ফটক পেরিয়ে গুলি ভেতরে যেতে পারেনি বলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান কালু। তিন রাউন্ড গুলি ছোড়ার পর দুজন পালিয়ে যান।
এরপর দুজনকে ধরতে রাতেই অভিযান শুরু করা হয়। রোববার ভোরে উপশহরের একটি বাসা থেকে দুজনকে আটক করা হয়। বাসায় তল্লাশি চালিয়ে প্রাইভেটকার ছাড়াও অস্ত্র ও গুলি জব্দ করা হয়। ওয়াহিদের ঘরে পাওয়া গেছে একটি অত্যাধুনিক শর্টগান, ৮৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি খোসা, একটি অত্যাধুনিক পিস্তল, ৩১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ছয়টি খোসা এবং তিনটি ম্যাগজিন।
আটকের পর ওয়াহিদ পুলিশকে জানিয়েছেন, তিনি ‘এভারেস্ট হোমস লিমিটেড’ নামের একটি ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ওয়াহিদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে বলেও তিনি পুলিশকে জানিয়েছেন। রাতে মদ্যপ অবস্থায় আওয়ামী লীগ নেতা কালুকে হত্যার জন্য পিস্তল হাতে বাড়ির সামনে গিয়েছিলেন ওয়াহিদ। কিন্তু কেন এ হত্যাচেষ্টা তা পুলিশকে বলেননি তিনি।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু বলেন, ‘আমি ওয়াহিদকে চিনি না। কেন হত্যার চেষ্টা তা জানি না। এটা পুলিশকেই খতিয়ে দেখতে বলেছি।’
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘কেন এই হত্যাচেষ্টা সে বিষয়ে আটক দুজনের কেউ কিছু বলছেন না। আমরা জানার চেষ্টা করছি।’
তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে দুটি মামলা হবে। একটি মামলা করবেন আতিকুর রহমান কালু। পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার কারণে পুলিশও একটি মামলা করবে বলেও জানান তিনি।
