হোম জাতীয় রাজশাহী বিভাগে ৪০ জয়িতাকে সংবর্ধনা

রাজশাহী বিভাগে ৪০ জয়িতাকে সংবর্ধনা

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

জাতীয় ডেস্ক:

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ৪০ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মূলত তৃণমূলের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচটি ক্যাটাগরিতে জয়িতাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে গঠিত কমিটি অনুসন্ধান করে রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে সেরা জয়িতাদের খুঁজে বের করে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় অতিথিরা বলেন, বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রা ও নারীর অগ্রযাত্রা পরস্পর পরিপূরক। নারীর উন্নয়ন ক্ষমতায়নের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে সমাজের আপামর নারীর সাফল্য, নারীর জীবন সংগ্রাম, নারীর উন্নয়ন গোটা জাতির সামনে তুলে ধরা আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন