হোম অর্থ ও বাণিজ্য রাজবাড়ী-গোয়ালন্দ রুটে বন্ধ ট্রেন চালুর আশ্বাস রেলমন্ত্রীর

রাজবাড়ী-গোয়ালন্দ রুটে বন্ধ ট্রেন চালুর আশ্বাস রেলমন্ত্রীর

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রাজবাড়ী ও গোয়ালন্দ রুটে বন্ধ হওয়া সব ট্রেন চালু করা হবে। বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আশ্বাস দেন রেলপথমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর রাজবাড়ী জেলায় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী উপহার দিয়ে রাজবাড়ী জেলাকে সম্মানিত করেছেন, এ সম্মান পুরো রাজবাড়ীবাসীর। এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি যেন রাজবাড়ীসহ সারাদেশর জন্য কাজ করে যেতে পারি, সেজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।’

মন্ত্রী আরও বলেন, রাজবাড়ী হচ্ছে রেল অধ্যুষিত একটি জেলা। কিন্তু বিএনপি আমলে রাজবাড়ী জেলার অনেকগুলো রেললাইন বন্ধ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ভাটিয়া পাড়া রেলপথসহ বাংলাদেশে অনেক বন্ধ হয়ে যাওয়া রেলপথ চালু করেছেন। এছাড়া রাজবাড়ীতে লোকোশেড রয়েছে, সেখানে যে সমন্ত জমি রয়েছে সেগুলো নিয়ে এখানে ট্রেন মেরামতের জন্য বড় একটি কারাখানা নির্মিত হচ্ছে।

রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে জিল্লুল হাকিম বলেন, ‘প্রতিটি জেলাকে রেলপথের সঙ্গে যুক্ত করা হবে। গোয়ালন্দের মতো ঐতিহ্যবাহী রেল এলাকায় ট্রেন চালু হবে না, এটা কখনও হতে পারে না। আমার কাজ হচ্ছে, জনগণের চলাচলের সুবিধা ও ব্যবসা বাণিজ্যের সুবিধা অনুযায়ী ট্রেনচলাচল ব্যবস্থা সহজ করা।’

রেলপথমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে বহুবার সংসদে বলেছি এবং প্রধানমন্ত্রী কথা দিয়েছেন আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হলে সেতু অটোমেটিক নির্মিত হয়ে যাবে, তারপরও নদী শাসনের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। এ অঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর অনেক টান আছে, তা নাহলে পূর্ণাঙ্গ মন্ত্রী দিতেন না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন