হোম জাতীয় রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে বহুতল ভবনে আগুন

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে বহুতল ভবনে আগুন

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৩ ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে একইদিন গুলশান-১-এ ‘মেজবান ডাইন’-এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলার খবর পায় তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন