বাণিজ্য ডেস্ক :
শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিংমলগুলো। এরইমধ্যে অনেকেই ঢাকা ছেড়ে যাওয়ায় এখন ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। যারা মূল কেনাকাটা আগেই সেরেছেন তাদের চলছে প্রসাধনীসহ আনুষঙ্গিক কেনাকাটা। তাই বিক্রি বেশি হওয়ায় খুশি ব্যবসায়ীরা।
ঈদের বাকি আর মাত্র দুই দিন। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রাজধানীর শপিংমলগুলোয় এখন সকাল থেকে রাত পর্যন্ত চলে ক্রেতাদের আনাগোনা।
নারীদের কেনাকাটার তালিকায় ঈদের আগ দিয়ে প্রাধান্য পাচ্ছে প্রসাধনী সামগ্রী, গহনা এবং জুতা। এবিষয়ে একজন নারী ক্রেতা বলেন, আমার জামা কাপড় কেনা শেষ। এখন কসমেটিকস কিনতে এসেছি। সেই সঙ্গে আজ মাকে কিছু কিনে দেওয়ার জন্য নিয়ে এসেছি এবং ভাইয়ের জন্য পাঞ্জাবি দেখছি।
সেই সঙ্গে পিছিয়ে নেই পুরুষ ক্রেতারাও। বেছে নিচ্ছেন পছন্দের পাঞ্জাবি, শার্ট কিংবা জুতা। দাম বেশির অভিযোগ করে তারা বলেন, ছেলে মেয়ে নিয়ে এসেছি ঈদের কেনাকাটা করার জন্য। এবার বাজারে কাপড়ের কালেকশন ভালো, তবে দাম অনেক বেশি।
গত দুই বছর করোনা মহামারির কারণে মার্কেটে গিয়ে পছন্দের জামা-জুতা কিনতে না পারলেও, এবার তা মিটিয়ে নেওয়ার পালা শিশুদের। পছন্দের জিনিস পেয়ে খুশি তারাও।
এদিকে ক্রেতার ভিড়ে বিক্রেতাদের স্বস্তি বাড়ে। করোনা মহামারির ক্ষতি পুষিয়ে এবার লাভের আশায় ব্যবসায়ীরা। তারা বলেন, আগের দুই বছরের তুলনায় এবার ভালো ব্যবসা হচ্ছে।
তবে দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও হাসি মুখে বাড়ি ফিরছেন সবাই।
