হোম ফিচার রাজধানীর নিউমার্কেটে কোমর পানি, ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক:

বৃষ্টি থামার একদিন পরও রাজধানীর নিউমার্কেটে জলাবদ্ধতা রয়েছে। ডুবে আছে প্রধান সড়কও। মার্কেটের নিচতলার সব দোকানে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে মালামাল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয়ায় বারবার লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের।

প্রতি শুক্রবারই ক্রেতা সমাগমে মুখরিত থাকে রাজধানীর ব্যস্ততম এলাকা নিউমার্কেট। তবে আজকের (২২ সেপ্টেম্বর) চিত্র পুরোই উল্টো।
সরেজমিনে দেখা যায়, থইথই পানিতে ভাসছে দোকানের মালামাল।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতের বৃষ্টিতে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানিতে ডুবে আছে রাজধানীর নিউমার্কেট। পানি ঢুকেছে নিচতলার প্রায় প্রতিটি দোকানেই।

ব্যবসায়ীরা বলছেন, দোকানে পানি ঢুকে মালামাল ভিজে গেছে। অনেক কাপড়-চোপড় নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও অন্যান্য অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পরদিনও পানি জমে আছে। এ নিয়ে যেন সিটি করপোরেশন বা কারও মাথা ব্যথা নেই!

ভিজে যাওয়া কাপড় ছাদে শুকাতে ব্যবসায়ীদের ব্যস্ততা দেখা গেছে। তারা বলছেন, পানি নিষ্কাশনে যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টি যেন তাদের কাছে আতঙ্কের নাম।

মার্কেটের সামনের সড়কেও কোমর পর্যন্ত পানি দেখা যায়। তাই যাতায়াতে নাভিশ্বাস উঠে নগরবাসীর। তাদের অভিযোগ, দুর্ভোগ দেখার যেন কেউ নেই।

পানি ঢুকে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে ইঞ্জিনচালিত অনেক যানবাহন। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় তুলনামূলক নিম্ন এলাকায়। তাই বৃষ্টির পানি নিষ্কাশনে সিটি করপোরেশনকে বিশেষ নজর দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ী সমিতি।

নিউমার্কেটের পাশাপাশি স্থানীয় আবাসিক এলাকাগুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন