রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, বিএনপির মহাসচিবসহ শীর্ষনেতাদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে রাজধানীর কদমতলীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যার পর মশাল মিছিলটি কদমতলী থানার ঢাকা-নারায়ণগঞ্জ প্রবেশ পথের মহাসড়ক উজালা ম্যাচ ফ্যাক্টরি গেটের সামনের থেকে শুরু হয়ে পোস্তগোলা কাছে এসে শেষ হয়।
মশাল মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৮ জোন শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজিজ মুন্সী স্বপন, সাবেক আহবায়ক সদস্য আব্দুল মিনার, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার, বিএনপি নেতা মো. আলী মিন্টু, পলাশ আকন, মতিউর রহমান দিলু, রাজন মিয়া, রাকিবুল্লাহ রাকিব, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌসিফ আহমেদ ইমরান, কদমতলী থানা যুবদলের নেতা রানা, ৬০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শেখ ওহিদুজ্জামান রিপন, ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. শাহীন শেখ, ৫৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিনসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।