হোম রাজনীতি রাজধানীতে ৪ বাসে আগুন: ফ্লাইওভার থেকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ

রাজনীতি ডেস্ক:

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে পুলিশ সদস্যদের টার্গেট করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

হামলার বিষয়ে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, অবরোধের মধ্যে নিরাপত্তা দিতে মগবাজার মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। রাতে ফ্লাইওভারের ওপর থেকে আকস্মিক দুটি ককটেল নিক্ষেপ করা হয় পুলিশকে লক্ষ্য করে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, সকালে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ওই ককটেল বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর বাইরে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীদের বিক্ষোভ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এছাড়া গত ২৮ অক্টোবরের সমাবেশ থেকে সহিংসতা চালানোর সময় পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজকে পিটিয়ে হত্যা করে বিএনপি-জামায়াতের কর্মীরা। ওই সময় সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এদিকে সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাংলামোটরে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পল্লবী সাড়ে এগারোর সেতারা কনভেনশন সেন্টার ও বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনের পুলিশ বক্সের পাশে বাস দুটিতে আগুন দেয়া হয়। তবে এতে হতাহতের কোনো খবর মেলেনি।

এছাড়া বিকেলে বিআরটিসি থেকে ভাড়া নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে মিরপুর বাঙলা কলেজের সামনে বাসটিতে আগুন দেয়া হয়।

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শুরুতে রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। এতে সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক দগ্ধ হন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অগ্নিসংযোগ করা হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের আগে শনিবার (৪ নভেম্বর) রাত থেকেই সারা দেশে ৯টি বাসে আগুন দেয় অবরোধকারীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন