জাতীয় ডেস্ক :
রাজধানীর মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে এসবির কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এসবির কন্ট্রোল রুম থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন লাগার পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
