হোম জাতীয় রাজধানীতে ‘পানি নেই’, লোডশেডিংয়ের দোহাই ওয়াসার

জাতীয় ডেস্ক :

দশ দিন ধরে পানি নেই রাজধানীর ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকায়। পানি সংকটে হচ্ছে না রান্না, খাওয়া, গোসল। এলাকাবাসীর অভিযোগ, পাম্পের জন্য জায়গা দিলেও পানি পাচ্ছেন না তারা। আর লোডশেডিংয়ের দোহাই দিচ্ছে ওয়াসা।

পানি চেয়ে এলাকাবাসী এরইমধ্যে বিক্ষোভও করেছেন। একদিন দুই দিন নয়, প্রায় ১০ দিন ধরে পানি নেই ধানমন্ডি ১০/ এ ও মধুবাজার এলাকায়। পানির অভাবে হচ্ছে না রান্না খাওয়া, এমনকি গোসলও। ক্ষুধা তৃষ্ণা মেটাতে তাই নির্ভর করতে হচ্ছে বাইরের খাবার ও কিনে আনা পানির ওপর।

এসব এলাকাবাসীর অভিযোগ, নিজেরাই দিয়েছেন পাম্প বসানোর জমি। তবুও পাচ্ছেন না পানি। কেউ বলছে, অতিরিক্ত দামে ওয়াসার গাড়িতে করে পানি বিক্রির ব্যবসার জন্যই বন্ধ রাখা হচ্ছে পানি সরবরাহ।

এ বিষয়ে ওয়াসার আঞ্চলিক অফিসে যোগাযোগ করা হলেও তারা কেউ কথা বলেননি। তবে মোবাইল ফোনে সাবস্টেশনের ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান (মডস জোন ৩) বলেন, লোডশেডিংয়ের কারণেই দেখা দিয়েছে পানির এ সংকট।

শুধু ধানমন্ডিতেই নয়, এমন পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর বাসাবো, দক্ষিণখান, বাড্ডাসহ আরও বেশ কিছু এলাকায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন