রাজনীতি ডেস্ক:
বিকেল ০৪:৪১
বিএনপি পরবর্তী কর্মসূচি আনবার জন্য আমেরিকার ক্লাবে ঢুকেছে, সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।
বিকেল ০৪:৩৫
বিএনপিকে হরতাল করতে দেবেন না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বিকেল ০৪:৩৩
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন মোহাম্মদ আলাউদ্দিন।
বিকেল ০৪:৩১
হরতালে সন্ত্রাস করলে, জনগণের জানমালের ওপর আঘাত করলে প্রতিহত করবে আওয়ামী লীগ। বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বিকেল ০৪:২৭
আগামী ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে মতিঝিলের আরামবাগে সমাবেশ করবে আওয়ামী লীগ।
বিকেল ০৪:২৬
বিএনপির ডাকা হরতালের বিপরীতে পাল্টা কর্মসূচি দেবে আওয়ামী লীগ। জানিয়েছেন দলটির ঢাকা বিভাগের সাংগঠক সম্পাদক মির্জা আজম।
বিকেল ০৪:১৫
নয়াপল্টনে মহাসমাবেশ থেকে বের হওয়া বিএনপি কর্মীদের কাকরাইল মোড়ে আটকাচ্ছে পুলিশ। কাউকে পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে। কাউকে আটক করে রেখে দিচ্ছে।
বিকেল ০৪:১৬
হোটেল ৭১, পুলিশ হাসপাতাল ও মগবাজারে পুলিশের সঙ্গে বিএনপি ও সমমনা দলগুলোর নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে। নাইটিঙ্গেল মোড়ে মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে।
বিকেল ০৪:১২
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশের মঞ্চে গান গাইছেন মমতাজ বেগম।
বিকেল ০৪:০৩
কাকরাইল মোড়ে বিজিবি মোতায়েন।
বিকেল ০৪:০১
আজকের পত্রিকার আলোকচিত্রীর মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে বিএনপির নেতা-কর্মীরা।
বেলা ০৩: ৪৬
পুলিশ হাসপাতালের পাশে হ্যান্ড গ্রেনেড ও গুলি চাচ্ছে পুলিশ। পুলিশের ওয়াকিটকিতে এমন বার্তা আদান-প্রদান শোনা গেছে।
বেলা ০৩:৪১
রাজারবাগে পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ডিসি (মিডিয়া) সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
বেলা ০৩:৩৮
বিএনপি ও সমমনাদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের ২২ জন রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং ১৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বেলা ০৩:৩৪
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গুলিবিদ্ধ।
বেলা ০৩:৩৩
পল্টন, বিজয়নগর পানির ট্যাংক ও ফকিরাপুলে বিএনপি ও আওয়ামী লীগ থেমে থেমে সংঘর্ষ চলছে।
বেলা ০৩:২০
আগামীকাল রোববার ঢাকা মহানগরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে হামলা হওয়ার পর দলের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
বেলা ০২:৪৫
বিজয়নগর পানির ট্যাংক মোড়ে অবস্থানরত বিএনপি ও সমমনা দলগুলোর নেতা-কর্মীদের হামলায় পুলিশ সদস্য আবদুর রাজ্জাক গুরুতর জখম হয়েছেন। তাঁকে বাঁচাতে গেলে সাংবাদিকেরাও আক্রমণের শিকার হন।
বেলা ০৩:০৪
রড, বাঁশ ও দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বেলা ০৩:০০
বিজয়নগর পানির ট্যাংক মোড় এলাকায় পুলিশকে তিন দিক থেকে হামলা করছে বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা। শনিবার বেলা ২টা নাগাদ এ সংঘাতের শুরু হয়।
বেলা ০২:৩৮
রাজধানীর কাকরাইলের হেয়ার রোডে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
বেলা ০২:০৩
বিএনপির নেতা-কর্মীদের ইটপাটকেলের তোপের মুখে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পিছু হটেছে পুলিশ।
