হোম রাজনীতি রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে লুকোচুরি চলছে: রিজভী

রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে লুকোচুরি চলছে: রিজভী

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

অনলাইন ডেস্ক:
মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকার লুকোচুরি করছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, অনির্বাচিত বলেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কানামাছি খেলছে সরকার। অনির্বাচিত বলেই তারা মানবিক করিডোর প্রসঙ্গে খোলাসা করছে না। এতে জনমনে সন্দেহ জেগেছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইউনূস সরকার তালবাহানা করছে।

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করতে সুযোগ পাবে। তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন