শিক্ষা ডেস্ক:
রমজান মাসে দেশের সরকারি-বেসরকারি মাদ্রাসা বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে রমজানের শুরুর দিকে স্কুল-কলেজে কয়েকদিন ক্লাস হবে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত ২০২৪ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা যায়।
ছুটির তালিকায় ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটির কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী পুরো রমজান মাস ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে, এক বিজ্ঞপ্তিতে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন মাধ্যমিক স্তরে এবং ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজের শ্রেণি কার্যক্রম চালু থাকার কথা জানিয়েছিল মন্ত্রণালয়। অন্যদিকে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।