খেলাধূলা ডেস্ক :
যৌন কেলেঙ্কারির দায়ে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম পেইন। এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানান। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও বাদ পড়ার দ্বারপ্রান্তে তিনি, পেইনকে চুক্তিতে রাখেনি তাসমানিয়া ক্রিকেট। খবর ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকবাজের।
টিম পেইনের যৌন কেলেঙ্কারির ঘটনা ২০১৭ সালের, সে সময় তাসমানিয়া ক্রিকেটের এক নারী কর্মীকে আপত্তিকর মেসেজ পাঠান তিনি। পাশাপাশি সেই নারীকর্মীকে উত্তেজক কিছু মেসেজ দিয়ে যৌনকর্মের আহ্বান জানান অস্ট্রেলিয়ার সদ্য সাবেক অধিনায়ক। এ কেলেঙ্কারি পূর্ণাঙ্গরূপে সামনে আসে গত বছরের নভেম্বরে। তারপর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান পেইন।
কেলঙ্কারি সামনে আসার পর পেইন বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম বিষয়টি নিয়ে এত হৈচৈ হবে না। প্রতিটি সিরিজের আগে বিষয়টা উঠে আসত। গত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম আমাকে বলেছে ওদের কাছে সব প্রমাণ রয়েছে। কিন্তু তারপরও এই বিষয়ে কিছু লেখা হয়নি। আমি জানতাম এক সময়ে ঘটনাটি বাইরে আসবে। কিন্তু এত বিতর্ক হবে তা বুঝতে পারিনি।’
২০১৭ সালে টেস্ট দলে ডাক পেয়েছিলেন টিম পেইন। এ ক্রিকেটার ২০১৮ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন। দেশের হয়ে ৩৫টি টেস্ট খেলেছেন পেইন। শাপাশি ওয়ানডেতে ৩৫ ও টি-টোয়েন্টিতে ১২ ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সি পরেছেন তিনি। টেস্টে ১ হাজার ৫৩৫, ওয়ানডেতে ৮৯০ ও টি-টোয়েন্টিতে ৮২ রান করেছেন তিনি।