হোম খেলাধুলা যে অনন্য অর্জনের সামনে দাঁড়িয়ে মেসি

খেলাধূলা ডেস্ক :

মাত্র ১৯ বছর বয়সে ২০০৬ সালে ফুটবল বিশ্বকাপের মঞ্চে অভিষেক ঘটে টিনেজার লিওনেল মেসি। সেই থেকে গত ১৬ বছরে এখন পর্যন্ত ৪ বার বিশ্ব মঞ্চে শিরোপার জন্য মাঠে নেমেছেন ফুটবলের এই মহাতারকা। এরমধ্যে এই ফুটবলারের সেরা সাফল্য ২০১৪ সালে রানার্স আপ হওয়া।

আর্জেন্টিনার হয়ে মেসির সমান ৪টি ফুটবল বিশ্বকাপ খেলেছেন আরও ২ ফুটবলার। তাদের মধ্যে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও রয়েছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪ সালে লে আলবিসেলেস্তের হয়ে মাঠে নেমেছে।

এছাড়াও হাভিয়ের ম্যাসচারেনোও খেলেছেন ৪টি বিশ্বকাপের আসর। তিনি মেসির মতো ২০০৬ সাল থেকে ২০১৮ পর্যন্ত সব আসর খেলেছেন। তবে এদের মধ্যে মেসি এগিয়ে যাচ্ছেন এবারের আসরে।

আর্জেন্টিনার জার্সিতে অনন্য এক অর্জন করতে যাচ্ছেন মেসি। কাতারে এবারের বিশ্বকাপে মাঠে নামলে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৫টি ফুটবল বিশ্বকাপ খেলা একমাত্র ফুটবলার হবেন লিওনেল মেসি।

অনন্য অর্জনের এই বিশ্বকাপে মেসি আরও কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের রেকর্ডও দখল করার সুযোগ থাকবে মেসির। সামনে।

আর্জেন্টাইনের জার্সিতে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন মেসি। আর মাত্র তিন ম্যাচ খেললে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টাইনের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হবেন তিনি। এই তালিকায় সবার শীর্ষে আছেন ম্যারাডোনা। তিনি আকাশী-নীল জার্সিতে খেলেছেন সর্বোচ্চ ২১টি ম্যাচ।

এ ছাড়াও বিশ্বকাপে মেসির গোল এখন পর্যন্ত ৬টি। আর পাঁচটি গোল করতে পারলে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১১ গোল হয়ে যাবে মেসির। এই তালিকায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ গোল নিয়ে শীর্ষে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন