জাতীয় ডেস্ক :
জামালপুরে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের নব নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমার নেতৃত্বে এক ঠিকাদারের বাড়ি দখলের অভিযোগ উঠেছে।
শহরের কাচারীপাড়ায় ঠিকাদার আবু সাইদের বাড়ি দখল করেছে বলে অভিযোগ করেন আবু সাইদের মেয়ে শারমীন সুলতানা ছন্দা।
ছন্দার অভিযোগ, আবু সাইদ (বাবা) ইজতেমায় যাওয়ার সুযোগে শনিবার (১৪ জানুয়ারি) সকালে ফারহানা সোমার নেতৃত্বে একশ থেকে দেড়শ লোকের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাসায় হামলা চালিয়ে বাড়ি দখল করে নেয়।
ছন্দা বলেন, ‘আমার বাবা ক্রয় সুত্রে এ জমির মালিক। এ বাড়িতে আমরা ২৭ বছর ধরে বসবাস করে আসছি। বাবা ইজতেমায় চলে যাওয়ায় বাড়িতে আমি একাই ছিলাম। সেই সুযোগে সোমা আমাকে মারধর করে বাড়ি দখল করে নেয়।’
সোমা এখনও লোকজন নিয়ে বাড়িতে অবস্থান করছে বলে ছন্দা জানায়, তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ায় ভয়ে সে বাড়িতে যেতে পারছে না।
থানায় গেলে ফারহানা সোমা জেলা যুব মহিলা লীগের সভাপতি হওয়ায় পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ করে ছন্দা বলেন, ‘আমি স্থানীয় প্রশাসনের প্রতি আমাদের পরিবারের নিরাপত্তাসহ অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানাই।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়িতে বাঁশের টিনের চালা তুলে অবস্থান করছে একদল নারী-পুরুষ।
জমি দখলের অভিযোগের বিষয়ে জেলা যুব মহিলা লীগের সভাপতি বলেন, ‘ঐ জমি আমার বড় বোনের জামাই আলমের। তারা আদালত থেকে ডিক্রী পেয়ে জমি দখল করেছে। এ সময় সাঈদের মেয়ে ছন্দা ও তার স্বামী বিএনপির নেতা মানিক আমার বোনকে মারধর করেছে। ঘটনা শুনে আমি গিয়েছি। আমার বোন এখন হাসপাতালে ভর্তি।এটা আমার বোন জামাইয়ের পৈতৃক সম্পত্তি। এলাকার লোকজন মীমাংশা করার জন্য তারিখ দিয়েছে।’
সোমা আরও বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে আমি কি এই কাজ করতে পারি!
