হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু: পরিবারে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে এবার গুলিতে প্রাণ গেলো বাংলাদেশি ব্যবসায়ীর। জর্জিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তদের গুলিতে মারা যান তিনি। নিহত আবু সালেহ মাহফুজ আহমেদের বৃদ্ধ বাবা এ মাসেই জর্জিয়ায় বেড়াতে এসেছেন। দেশে তার মা এবং ভাইবোন রয়েছেন। ছোট ভাইও জর্জিয়ায় বসবাস করেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

মাহফুজকে হত্যার সময় দোকানের ক্যাশবাক্স থেকে লুট করা হয় টাকা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানাজা শেষে নিউটন কাউন্টি গোরস্থানে দাফন করা হয় মরদেহ। ব্যবসায়ী আবু সালেহ মাহফুজ আহমেদের বাড়ি নোয়াখালীতে।

যুক্তরাষ্ট্রে গুলিতে এবার প্রাণ গেলো এক প্রবাসী বাংলাদেশীর। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে তিন দুর্বৃত্ত আকওয়ার্থ শহরের গ্রোসারি স্টোরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাহফুজ আহমেদ গুলিবিদ্ধ হন। এক ক্রেতার ফোন পেয়ে তাৎক্ষণিক পুলিশ ছুটে আসে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ মাহফুজ আহমেদ মারা যান। দুর্বৃত্তরা দোকানের কাউন্টার ভেঙ্গে ক্যাশ রেজিস্টার থেকে সব অর্থ লুট করে নেয়।

বৃহত্তর নোয়াখালী জেলার মাইজদীর হরিনারায়নপুরের বাসিন্দা আবু সালেহ মাহফুজ আহমেদ জর্জিয়ার নরক্রস এলাকায় সপরিবারের বসবাস করতেন। তিনি ২০১০ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। তার ৮ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে রয়েছে।

একই রাজ্য জর্জিয়ায় টলান্টার ডাউন টাউনে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ২০১৭ সালের সেপ্টেম্বরে ৩৫ বছর বয়সী সাইফুল ইসলাম ভূঁইয়া নামের বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হরিনারয়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। তিনি তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ।

নিহতের জ্যাঠাতো ভাই মাহবুব হোসেন লিটন সময়নিউজকে বলেন, জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে আমেরিকায় যান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো বাংলাদেশ সময় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এ সময় দোকানের বিপরীত দিক থেকে একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হয়ে দোকানের সামনেই লুটিয়ে পড়েন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন