হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে এবার করোনায় আক্রান্ত বিড়াল

যুক্তরাষ্ট্রে এবার করোনায় আক্রান্ত বিড়াল

কর্তৃক
০ মন্তব্য 408 ভিউজ

 অনলাইন ডেস্ক :

চীনে উৎপত্তি হলেও করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এবার সেখানকার দুটি বিড়ালের শরীরেও প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। পোষা প্রাণীর মধ্যে করোনা শনাক্তের ঘটনা যুক্তরাষ্ট্রে এটি প্রথম।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের কেন্দ্র হিসেবে পরিচিত নিউ ইয়র্কের ভিন্ন এলাকার দুটি বিড়ালের শরীরে শনাক্ত করা হয়েছে করোনা ভাইরাস।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পক্ষ থেকে বলা হয়, দুটি বিড়ালেরই মৃদু সংক্রমণ ছিল এবং আশা করা হচ্ছ তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। আক্রান্ত একটি বিড়ালের মালিকের শরীরেও করোনা ভাইরাস পাওয়া গেছে। তবে আক্রান্ত আরেক বিড়ালের মালিক অথবা তার পরিবারের কেউই করোনায় আক্রান্ত নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা এখনো পোষা প্রাণী করোনা ভাইরাস ছড়াতে পারে কি না সে বিষয়ে গবেষণা চালাচ্ছে্ন। এদিকে এমন পরিস্থিতিতে পোষা প্রাণীদের ঘরে বন্দী রাখা এবং তাদের সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন।

গতমাসে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের একটি চিড়িয়াখানায় বাঘের শরীরে করোনা শনাক্ত করা হয়।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৯২ জন। মারা গেছেন ৪৭ হাজার ৬৮১ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন