হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবার্তা কিমের

আন্তর্জাতিক ডেস্ক :

নিরাপত্তা হুমকি মোকাবিলা ও আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্রের প্রয়োগ করতেও দ্বিধা করবে না উত্তর কোরিয়া। এমনকি সেক্ষেত্রে শত্রুপক্ষের সঙ্গে সমঝোতা বা আলোচনায়ও বসবে না দেশটি। এবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সরাসরি এমন সতর্কবার্তাই দিলেন কিম জং উন। এ অবস্থায় উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বিশ্বব্যাপী দেশগুলোর ব্যাপক তৎপরতা শুরুর আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

জাতিসংঘের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহের মধ্যে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালানোর দাবি করলেও পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, শেষপর্যন্ত পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোতেই পিয়ংইয়ং সীমাবদ্ধ থাকবে কি-না? এ নিয়ে প্রতিনিয়ত প্রতিবেশী দেশগুলোতে বাড়ছে উদ্বেগ।

এবার এমন উদ্বেগের মধ্যেই আরেক দফা ঘি ঢালল উত্তর কোরিয়া। নিরাপত্তা হুমকি মোকাবিলা ও আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্রের প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবে না বলে জানিয়েছে পিয়ংইয়ং। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত আছে বলে জানিয়েছে দেশটি। এমনকি শত্রুপক্ষ যদি সমঝোতা বা আলোচনায় বসার কথা বলে তার প্রয়োজনীয়তা নিয়ে ভাববে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সিউল ও ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন সম্পর্কের মধ্যেই তাদের সরাসরি সতর্কবার্তা দিলেন তিনি। উত্তর কোরিয়ার গণমাধ্যম কেসিএন-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

এ অবস্থায় কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ তুঙ্গে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বিশ্বব্যাপী দেশগুলোর ব্যাপক তৎপরতা শুরু হতে পারে।

আন্তর্জাতিক বিশ্লেষক অঙ্কিত পান্ডা বলেন, চলতি বছর উত্তর কোরিয়া চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক মিসাইল। সম্প্রতি জাপানের ওপর দিয়েও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। এগুলো শুধু পরীক্ষা হিসেবে বিবেচনা করলেই চলবে না। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ভবিষ্যতে উত্তর কোরিয়ার সঙ্গে অনেক দেশই কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আরও মনোযোগী হওয়া শুরু করবে।

থার্মোনিউক্লিয়ারসহ পরমাণু অস্ত্রের রসদ রয়েছে উত্তর কোরিয়ার। গেল সেপ্টেম্বরেই দেশটি নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাস করে। এই আইনের ফলে উত্তর কোরিয়া কোনো ধরনের সতর্কতা ছাড়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে। এর মধ্যদিয়ে আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করে পিয়ংইয়ং। সেসময় এ সিদ্ধান্তকে অপরিবর্তনযোগ্য বলে অভিহিত করাসহ পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন দেশটির নেতা কিম জং-উন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন