হোম অন্যান্যসারাদেশ যারা ৮ দফা দাবি মানবে তাদেরকেই ভোট দেবো: সনাতন জাগরণ মঞ্চ

যারা ৮ দফা দাবি মানবে তাদেরকেই ভোট দেবো: সনাতন জাগরণ মঞ্চ

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রাম বিভাগীয় ইসকনের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, আমরা কোনো রাজনৈতিন দলের দালাল নই। আমাদেরকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না। আমরা সরকারের বিপক্ষে নই। যারা আমাদের আট দফা দাবি মেনে নেবেন তাদেরকেই আমরা ভোট দেবো। আমাদেকে জঙ্গি বলা হচ্ছে, আমরা জঙ্গি নই।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রংপুর মহানগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, আমরা কোনো প্রহসন মেনে নেবো না। এই দেশে তিন কোটিরও বেশি হিন্দু রয়েছে, তারা কোনো ভয় পায় না। চট্টগ্রামে আমাদের অনেককে নির্যাতন করা হয়েছে। সব সরকারের আমলে আমরা নির্যাতিত হয়েছি। আর হতে চাই না।

তিনি বলেন, যারা আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে। এই দেশে আমাদের জন্ম, আমরা জীবিত থাকতে এই ভূমি নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবো না।

বাংলাদেশ সনাতন জাগরণ জোটের প্রতিষ্ঠাতা সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শ্রীমৎ কুশল বরণের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুরের রাধাগোবিন্দ মন্দিরের ব্রহ্মচারী শ্রীপাদ গোপীনাথ, চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের ব্রহ্মচারী লীলারাজ গৌর দাস, রংপুরের বাবু দিপঙ্কর প্রমুখ।

কর্মসূচি শেষে চিন্ময় কৃষ্ণ দাস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত নীল মোহনকে দেখতে যান এবং তাকে অর্থ প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন