হোম অর্থ ও বাণিজ্য যানবাহনে গ্যাস কমিয়ে উৎপাদন খাতে দেয়ার পক্ষে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য ডেস্ক :

পরিবহন খাতে গ্যাস সরবরাহ কমিয়ে তা উৎপাদন খাতে দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

যানবাহনে যে গ্যাস সরবরাহ করা হচ্ছে, সেটি বন্ধ করে শিল্প খাতে দেয়ার কথা বলে আসছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে টিপু মুনশি বলেন, আজকের আলোচনায় এ কথাগুলো এসেছে। পরিবহন খাতে গ্যাসের সরবরাহ কমিয়ে শিল্প খাতে বাড়ানো যায় কি না–বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিবেচনায় নেবে।’

তিনি বলেন, ‘এটি আমাদের দেখার বিষয় নয়। আমরা তাদের (ব্যবসায়ী) সঙ্গে একমত। গাড়িতে এত বেশি গ্যাস ব্যবহারের প্রয়োজন নেই, যত বেশি প্রয়োজন আমাদের শিল্প খাতে। সে জন্য সেতু মন্ত্রণালয় চিন্তা করছে, আর যদি এমনিই সেটি (গ্যাস সরবরাহ) ভালো হয়, তাহলে তো আর সমস্যা নেই।’

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সুপারিশ করবে কী না, এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটি ইতোমধ্যে ব্যবসায়ীরা দাবি করেছে, আমরাও রিকমেন্ড (সুপারিশ) করবো, আমরা জানাব।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন