হোম অন্যান্যসারাদেশ যশোরের শার্শায় চিকিৎসক করোনায় আক্রান্ত: হাসপাতালে আতংক

যশোরের শার্শায় চিকিৎসক করোনায় আক্রান্ত: হাসপাতালে আতংক

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

মিলন হোসেন, বেনাপোল :

মরনব্যাধি করোনায় এই প্রথম যশোরের শার্শায় এক চিকিৎসক আক্রান্ত হয়েছে।সে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং শার্শা কামারবাড়ী এলাকার বাসিন্দা। সে বর্তমানে লক্ষনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছে।

এ ঘটনার পর শার্শার স্বাস্থ্য দপ্তরে চরম আতংক বিরাজ করছে।সাধারন রোগীরা পড়ছেন বিড়ম্বনায়।হাসপাতাল সূত্রে জানায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়তি বড়াল কিছুদিন হঠাৎ শরীরে জ্বর-সর্দি অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার সকালে তার পজেটিভ রিপোর্ট আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী।

গতকাল পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার পাঠানো হয়েছিলো। এর মধ্যে একজনের পজেটিভ এসেছে। সব্বোচ্চ সতর্কাবস্থা নেওয়া হয়েছে।এ ঘটনায় চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত ৩জন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন লক্ষনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ৩জন ও এসিআই কোম্পানীর এক প্রতিনিধিসহ ১০জনকে কোয়ারেনটাইনে নেওয়ার পরামর্শ ও কর্তৃপক্ষের সুপারিশ চাওয়া হয়েছে। অবস্থা বুঝে আইশোলেসনে নেওয়া হতে পারে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন