হোম জাতীয় যশোরের মণিরামপুরে ১৫৩ জনের করোনা শনাক্ত

যশোরের মণিরামপুরে ১৫৩ জনের করোনা শনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 88 ভিউজ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে নতুন তিনজনসহ সর্বমোট ১৫৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১২৯ জন এবং চিকিৎসারত আছেন ২৪ জন। নতুন আক্রান্তরা হলেন, উপজেলার রোহিতা ইউনিয়নের এড়েন্দা গ্রামের সুকুমার সরকারের ছেলে সুব্রত রঞ্জন সরকার (৪২), মণিরামপুর পৌর এলাকার ভগবান পাড়ার বিষ্ণু পদ’র ছেলে বিক্রম সেন( ৩৯) ও যশোর সদর উপজেলার দিয়াড়া ইউনিয়নের বুডিয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে এম.এ পিয়াস( ৩৩)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,গত ২৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয় তাদের মধ্যে আজ বৃহস্পতিবার তিনজনের নমুনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন আক্রান্তদের নিজ নিজ বাসাবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ শুভ্রারানী দেবনাথ নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সর্বশেষ নমুনা সংগ্রহের হিসেব মতে, এ পর্যন্ত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭’শ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১৫৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে

সম্পর্কিত পোস্ট

মতামত দিন