হোম অন্যান্যসারাদেশ যশোরের মণিরামপুরে গৃহবধূর লাশ বারান্দায় রেখে স্বামীর বাড়ির লোকজনের পলায়ন

যশোরের মণিরামপুরে গৃহবধূর লাশ বারান্দায় রেখে স্বামীর বাড়ির লোকজনের পলায়ন

কর্তৃক
০ মন্তব্য 95 ভিউজ

যশোর অফিস :

যশোরের মণিরামপুরে আসমা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, আসমার স্বামী হাবিবুল্লাহ তাকে পিটিয়ে হত্যা করে লাশ বারান্দায় ফেলে পালিয়ে গেছেন। বাড়ি ছেড়ে পালিয়েছেন হাবিবুল্লাহর মা শাহানাজ বেগম ও বাবা মাজিদ ফকিরও।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আসমা কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের মুনসুর আলীর মেয়ে। মাত্র এক বছর আগে গোবিন্দপুরের হাবিবুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে হাবিবুল্লাহ ও তার মা আসমাকে নির্যাতন করতেন বলে অভিযোগ স্বজনদের।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আসমা ঘর লেপার কাজ করছিলেন। কাজ পছন্দ না হওয়ায় স্বামী তাকে মারপিট করে। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে আসমার গলায় ওড়না জড়িয়ে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলিয়ে দেন স্বামী হাবিবুল্লাহ। পরে হাবিবুল্লাহ নিজেই লাশ নামিয়ে এনে ঘরের বারান্দায় রেখে পালিয়ে যান। পুলিশ বারান্দা থেকে লাশ উদ্ধার করে।

মণিরামপুর থানার এসআই শেখ আশরাফুল আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। যেয়ে দেখি বারান্দায় লাশ শোয়ানো। ওই সময় আসমার শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি। তারা সবাই পালিয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। লাশ মর্গে পাঠানো হবে। তখন জানা যাবে, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।’

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘লাশের গলায় দাগ পাওয়া গেছে। লাশ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন