যশোর অফিস :
তেলের মূল্যের বৃদ্ধির প্রতিবিাদে যশোরেও বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি করছে পরিবহন শ্রমিকরা। এর ফলে যশোর থেকে ২১ টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ সকালে মনিহার বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এ সময় তারা গাড়ি চলাললে বাধা দেয়।
এদিকে পুর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম বিপারে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যাওয়ার জন্য তারা বাস টার্মিনালে এসে আটকে পড়েছেন।
