অনলাইন ডেস্ক:
যশোরে বয়ে গেল মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পরই এ ঝড় শুরু হয়। ঝড়ের স্থায়িত্ব ছিল ৫ মিনিট। বাতাস শেষ হতেই নামে বৃষ্টি।
বসন্ত শুরুর পর থেকেই মেঘাচ্ছন্ন ছিল আকাশ। বৃহস্পতিবার সকালে সূর্যের দেখা মিললেও দুপুরের আগেই আবারও মেঘে ঢেকে যায় আকাশ। হঠাৎ বিকেল ৪টার পরে মেঘ ঘনিয়ে চারদিক অন্ধকার হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে শুরু হয় ঝড়ো বাতাস। পাঁচ মিনিটের ঝড় শেষে শুরু হয় বৃষ্টি। ঝড়ের পর আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে আসে। রৌদ্রজ্জ্বল হয়ে উঠে চারদিক।
যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া দফতরের তথ্য মতে, যশোর ও আশপাশের এলাকায় মৌসুমের প্রথম এ কালবৈশাখী ঝড়ের গতি ছিল ৪৪ কিলোমিটার। বিকেল ৪টা ১৭ মিনিটে শুরু হয় ঝড়। জেলার বিভিন্ন স্থানে ৪টা ৩২ মিনিট পর্যন্ত ঝড়ো হাওয়া ছিল। এ সময় ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয় বলে আবহাওয়া কার্যালয় জানায়।
তবে ঝড়ে ক্ষয়ক্ষতির কোনও খবরাখবর পাওয়া যায়নি।