হোম অন্যান্যসারাদেশ যশোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল ও স্কুল ছাত্র নিহত

যশোর অফিস :

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এরমধ্যে মোহাম্মদ আকিমুল নামে এক পুলিশ কনস্টেবল রয়েছে। পুলিশ জানায়, যশোর-বেনাপোল মহাসড়কের কৃষ্ণবাটি নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় মোহাম্মদ আকিমুল (১৬৯০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য আকিমুল বেনাপোলের মাহিদিয়া গ্রামের মুক্তার আলী গাজীর ছেলে। তিনি যশোর জেলা পুলিশের ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি মাহিদিয়া যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম।

এদিকে, জেলার মণিরামপুরে মোটরসাইকেলের সাথে গাছের ধাক্কায় সিরাজুল ইসলাম নয়ন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার সহযাত্রী মাকদুসুর রহমান (১৪)। আজ সকাল ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-ত্রিমহিনী সড়কের রামপুর জামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের শিকার দুইজন মণিরামপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। তারা স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জামতলা মোড়ে পৌঁছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই নয়ন মারা যান। সহপাঠী মাকদুসুর গুরুতর আহত হয়। নিহত নয়ন উপজেলার শৈলী গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আহত মাকসুদুর হাজরাকাটি গ্রামের তুজিবুর রহমানের ছেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন